ফরিদপুর প্রতিনিধি
বিতর্কিত ও আন্দোলনবিরোধী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।
বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তা পূরণ হচ্ছে না। আন্দোলন চলাকালে যারা সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করাকে তারা হতাশাজনক বলে উল্লেখ করেন।
বক্তারা আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না দাবি করে বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেছে, তাদের শুধু নির্বাচনে নয়, রাজনীতির মাঠেও দেখতে চান না তারা। একইসঙ্গে অতীত পরিচয় গোপন করে নতুনভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন বাতিল না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.