মামুন মোল্লা,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় (৮নং ওয়ার্ড) বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ই জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ফার্মপাড়ায় হাজারো নারী পুরুষের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মপাড়াস্থ খাদেমুল ইসলাম মাদ্রাসার মোহতামিম মাহমফুজুর রহমান। দোয়ানুষ্ঠানে অংশ নেয় দলমত নির্বিশেষে নারী ও পুরুষসহ হাজারো মানুষ।
চুয়াডাঙ্গা সদর-উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।
বক্তব্যকালে তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। দোয়ানুষ্ঠান শেষে উপস্থিত মানুষের কাছে তিনি আগামী নির্বাচনে চুয়াডাঙ্গার উন্নয়ন নিশ্চিত করতে বিএনপির মনোনীত প্রার্থী তার সহোদর শরীফুজ্জামান শরীফ এর জন্য ভোট প্রার্থনা করেন। এসময় তিনি জেলাবাসীকে আশ্বস্ত করেন তার ভাই ভোটের মাধ্যমে নির্বাচিত হলে চুয়াডাঙ্গাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পিপি খন্দকার মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শেফালী বেগম, সিরজুল ইসলাম মনি, পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দীন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা নাজমুল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল মাহমুদ। ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আহসানুর রহমান মিলন।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা কামাল হোসেন, লিটন মোল্লা,খন্দকার আরিফ,টুটুল মোল্লা সাবেক ছাত্রনেতা টোটো সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

