
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১শত কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতি কৃষককে ৫ কেজি করে মাসকলাই ও ১৫ কেজি করে সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়হিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মাসকলাই ও সার বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।