মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা জানান, ফিক্সড চিমনি ব্যবহার ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী আশরাফপুর গ্রামের এসবিআর ব্রিকস-এর মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকস-এর মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

