নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে সংঘটিত চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল ভাদালিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে র্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এবং র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার ১ নম্বর আসামি মো. রাজন (৩৭) এবং ২ নম্বর আসামি তার স্ত্রী জারা (৩০) কে গ্রেফতার করা হয়। তাদের স্থায়ী ঠিকানা নরসিংদীর মাধবদী থানার নওপাড়া এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে পলাশ উপজেলার গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলামকে কৌশলে ডেকে নেয় আসামিরা। রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মাধবদী থানার নওপাড়া এলাকার ইদ্রিস মেম্বারের মিলের সামনে পৌঁছালে জাহিদুলকে প্রাইভেটকার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান আসামি রাজন তার হাতে থাকা ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত র্যাব-১১ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলায় ১৯৩ জনসহ অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে সহস্রাধিক অপরাধীকে গ্রেফতার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.