নবধারা প্রতিনিধিঃ
শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক এ প্রতিপাদ্য কে সামনে রেখে মুজিবর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী নিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি টুঙ্গিপাড়া উপজেলা শাখা।
আজ ৫ অক্টোবর মঙ্গলবার সকালে তারা উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি ঢালী, সহ সভাপতি মামুন শিকদার ,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদস্য উত্তম কুমার বিশ্বাস, প্রফুল্ল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।