Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেলেন যশোর-২ আসনে বিএনপির সাবিরা সুলতানা মুন্নী

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তার প্রার্থিতা স্থগিত রেখেছিল কমিশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবিরা সুলতানা মুন্নী প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম।

দীর্ঘ যুক্তিতর্ক শেষে আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পরে আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় নির্বাচন কমিশন। এর ফলে সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না।

উল্লেখ্য, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী জীবন থেকে বেরিয়ে এসে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা মুন্নী।

তিনি স্বামীর নেওয়া একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন। ওই ঋণ পরিশোধ না হওয়াকে কেন্দ্র করে তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।