Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির প্রতাপনগরে দস্যুবৃত্তি: বাড়ির মালিককে অজ্ঞান করে লুটপাট

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এক ভয়াবহ দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে মাওঃ আঃ সবুরের বাড়িতে দস্যুরা চেতনা নাশক দ্রব্য ব্যবহার করে তাকে অচেতন করে ঘরে ঢুকে মালপত্র লুটপাট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে মাওঃ আঃ সবুর ঘুমাতে গেলে তাঁর স্ত্রী অন্য কক্ষে শুয়েছিলেন। ধারণা করা হচ্ছে, জানালা খুলে মোবাইল দেখতে দেখতে তন্দ্রাগ্রস্ত হওয়া সুযোগে দস্যুরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সবুরকে অচেতন করে। পরে তারা জানালার গ্রীলের সাতটি পাতি কেটে ঘরে প্রবেশ করে এবং দরজা খুলে দেয়। ঘরের আলমারীর তালা ভেঙে স্ত্রী ও স্বর্ণালঙ্কার, আংটি, পলি, নগদ টাকা এবং ব্যবহৃত মোবাইলসহ আরও নগদ টাকা নিয়ে দস্যুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘরের বাইরে চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনা জানতে পারেন। মাওঃ আঃ সবুরকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, দস্যুরা চেতনানাশক ব্যবহার করে ঘরে প্রবেশ করে অলঙ্কার ও নগদ অর্থ লুট করেছে। তবে এখনও পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।