আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এক ভয়াবহ দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে মাওঃ আঃ সবুরের বাড়িতে দস্যুরা চেতনা নাশক দ্রব্য ব্যবহার করে তাকে অচেতন করে ঘরে ঢুকে মালপত্র লুটপাট করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে মাওঃ আঃ সবুর ঘুমাতে গেলে তাঁর স্ত্রী অন্য কক্ষে শুয়েছিলেন। ধারণা করা হচ্ছে, জানালা খুলে মোবাইল দেখতে দেখতে তন্দ্রাগ্রস্ত হওয়া সুযোগে দস্যুরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সবুরকে অচেতন করে। পরে তারা জানালার গ্রীলের সাতটি পাতি কেটে ঘরে প্রবেশ করে এবং দরজা খুলে দেয়। ঘরের আলমারীর তালা ভেঙে স্ত্রী ও স্বর্ণালঙ্কার, আংটি, পলি, নগদ টাকা এবং ব্যবহৃত মোবাইলসহ আরও নগদ টাকা নিয়ে দস্যুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘরের বাইরে চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনা জানতে পারেন। মাওঃ আঃ সবুরকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, দস্যুরা চেতনানাশক ব্যবহার করে ঘরে প্রবেশ করে অলঙ্কার ও নগদ অর্থ লুট করেছে। তবে এখনও পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.