মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে একটানা জামাতে নামাজের পুরষ্কার হিসেবে ছোটদের বাইসাইকেল ও মুসল্লীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা কল্লিগাঁও ফোরকানিয়া জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
“এসো আল্লাহর পথে, এসো দ্বীনের পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের কল্লিগাঁও বন্ধু মহল, যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু মুসল্লীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জামাতের সঙ্গে নিয়মিত নামাজ আদায়কারী শিশু বিজয়ীদের মধ্যে মোট ১০টি বাইসাইকেল প্রদান করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুসল্লীদের মাঝে উন্নতমানের কম্বল উপহার দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণ ও কম্বল উপহার অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.