বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলার প্রলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হৃদয় গাজী (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গতকাল (১৫ জানুয়ারি )বৃহস্পতিবার রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হৃদয় গাজী (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামের বাচ্চু গাজীর ছেলে ও নিহতের প্রতিবেশী।
পুলিশ জানায়, ২০১১ সালের (১৫ জুলাই)উপজেলার ভরপাশা ইউনিয়েনে আতাকাঠি গ্রামে মকবুল হোসেনের বাড়িতে দিনের বেলায় প্রবেশ করে চুরি করে এসময় মকবুল হোসেনের স্ত্রী (২৫) দেখে ফেলে হৃদয় গাজীকে,তাকে দেখে ফেলায় মকবুল হোসেনের স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ধর্ষণ করে পালিয়ে যায়।ওই সময় বাড়িতে অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন। মকবুল হোসেন বাড়িতে ফিরে তার স্ত্রীর মরদেহ বসতঘরের খাটে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপরে বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট জন্য।
এ ঘটনার পর ওই দিন রাতে মকবুল হোসেনের ছোট শ্যালক ফিরোজ হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের একবছর পর ২০১২ সালে আদালত বরিশাল সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত করে হৃদয় গাজীকে গ্রেপ্তার করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামি হৃদয় গাজীর অপ্রাপ্ত বয়স হওয়ায় ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয় দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। এরপরে চলে বছরের ফেব্রুয়ারি মাসে মামলাটির বিচার কার্য শেষে নারী শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যাল আসামি হৃদয় গাজীকে যাবজ্জীবনসাজা প্রদান করে বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা কালবেলাকে জানান গতকাল (১৫জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় গাজী নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে, আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.