বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
যে সকল উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ নাই সেইসকল উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করা হবে। - (পৃষ্টা -৬৬, অনুচ্ছেদ - ৯, জাতীয় শিক্ষানীতি (২০১০-২০০৯ )সালে প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার জন্য আমাকে সহ ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
আমি শিক্ষা মন্ত্রানলায়ের প্রথম যুগ্ন সচিব, পরে অতিরিক্ত সচিব এবং ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি এককভাবে সুপারিশ করেছিলাম যে প্রতেক উপজেলায় একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হোক। আমার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, ২০১০ সালে জাতীয় সংসদ আমাদের প্রণীত জাতীয় শিক্ষানীতি পাশ করে এবং তা শিক্ষা মন্ত্রানলায় বাস্তবায়ন করছে।
২০১৮ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতেক উপজেলায় একটি কলেজ ও একটি মাধ্যমিক স্কুল সরকারীকরণের তালিকা প্রণয়ন করে। প্রায় ৮০০ মাধ্যমিক ও কলেজ সরকারীকরণ করা হয়। এসময় বাবুগঞ্জের গর্বিত সন্তান সালাম মাহামুদ (অতিরিক্ত সচিব) বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় তালিকাভুক্ত করায় উদ্যোগী ভূমিকা পালন করেন।
তিনি বাবুগঞ্জ স্কুলের ছাত্র, আমিও বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং বিদ্যালয়ের কমিটির দুইবার সভাপতির দায়িত্ব পালন করি। বাবুগঞ্জ মাধ্যমিক পাইলট বিদ্যালয়টি সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হওয়ায় আমি সকল শিক্ষক এবং ছাত্রদের অভিনন্দন জানাচ্ছি।
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমডি ওয়াজেদ আলী খানকে। তিনি ১৯৪৭ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং জমি দান করেন। এই বিদ্যালয়ের কৃতি ছাত্র টিভি ব্যাক্তিত্ব নওয়াজেস আলী খান ২০২৩ সালে একুশে পদক প্রাপ্ত হন। আমি ২০২২ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধা পুরুষ্কার পেয়েছি।
আমরা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওয়াজেদ আলী খান ও শিক্ষকদের নিকট কৃতঘ্ন। বিশেষ করে এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর মোল্লার প্রতি কৃতঘ্ন।
আমি ১৯৫২ সালে তার নের্তৃত্বে ভাষা আন্দোলন অংশগ্রহণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক স্পিকার, বিচারপতি আব্দুর জব্বার খান কে। এই বিদ্যালয় থেকে ভবিষ্যতে ছাত্ররা সত্য, ন্যায় ও মানবতাবাদী হিসাবে গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.