শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শেরপুর উপজেলা জামায়াতের আমীর এবং শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মো. মানছুরুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মো. আনিছুর রহমান এবং শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অফিস সেক্রেটারি বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মো. ইফতেখার আলম, শেরপুর শহর জামায়াতের আমীর আ. খালেক, সাইফুল ইসলাম সাখাওয়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার পাঁচ শতাধিক রোকনের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রতি দুই মাস অন্তর নিয়মিতভাবে আয়োজিত এই সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, দুর্বলতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে বক্তারা রোকনদের নৈতিক চরিত্র গঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক দৃঢ়তা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.