আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলার পল্লীতে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে ১ সন্তানের জননী ছালমা খাতুন (৩২)। সন্তানকে রেখে নিখোঁজ হওয়ার ঘটনায় দেবহাটা থানায় সাধারন ডাইরি করেছেন নিখোঁজ পুত্রবধুর শ্বশুর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে আবুল হোসেন (৬৮)। যার জিডি নং- ৭১৭, তাং- ১৫/০১/২৬ ইং।
জিডি সূত্রে জানা গেছে, আবুল হোসেনের ছেলে ইসরাঈল ইসলাম (৩৫) এর সাথে কালীগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের ফজর আলী গাজীর মেয়ে ছালমা খাতুন (৩২) এর ১৪ বছর পূর্বে বিবাহ হয়।
বিবাহিত জীবনে তাদের ১১ বছর বয়সের আসাদুজ্জামান নামে একটি পুত্র সন্তান আছে। ছেলেটি চাঁদপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। সাংসারিক প্রয়োজনে আবুল হোসেন ও তার ছেলে ইসরাঈল ঢাকায় রিক্সা চালানোর কাজ করে।
ঘটনার দিন (৮জানুয়ারী,২০২৬)সকালে আবুল হোসেনের স্ত্রী ধান ক্ষেতে পাতা উঠানোর জন্য যায় আর ছেলের সন্তানটি স্কুলে যায়। এই সুযোগে তার ছেলের বৌ ছালমা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। পরবর্তীতে তারা বিষয়টি জানতে পেরে ছেলের শ্বশুর বাড়িসহ আত্মীয় স্বজনদের নিকট অনেক খোঁজাখুজি করেও ছালমার কোন খোঁজ পাননি।
এবিষয়ে তিনি থানায় সাধারন ডাইরি করেছেন। কোন সহ্নদয়বান ব্যক্তি তার বৌমার কোন খোজ পেলে ০১৭০৫৭৪৮৭২৬ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.