মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফিউচার ক্যাডেট একাডেমীর উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ই জানুয়ারি) সকালে পঞ্চসার আইডিয়াল একাডেমীর হল রুমে সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের শিক্ষার্থীদের কোরআন, হাদিস ,ক্রেস্ট সহ নগদ ৫০০০,৩০০০ ও ২০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও চতুর্থ থেকে ২০ তম শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ ১০০০ টাকা করে প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিউচার একাডেমীর নারায়ণগঞ্জ শাখার পরিচালক রাহিলা আক্তার। এছাড়াও মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯শে ডিসেম্বর মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চসার আইডিয়াল একাডেমী বিদ্যালয় কেন্দ্রে। মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি ও সিরাজদিখান উপজেলা থেকে আগত পঞ্চম শ্রেণীর প্রায় ২৬৬ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.