ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় মাহফুজ সরকার গোপনে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে সংরক্ষণ করেন। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হলে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহফুজ সরকারকে গ্রেপ্তার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.