Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কলার ছড়ি চুরিকে কেন্দ্র করে মারধর, হোটেল ব্যবসায়ী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌর কার্যালয় সংলগ্ন সাবেক এমপি জিতু মিয়ার মার্কেটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন চন্দ্র ঘোষ (৫০) পৌরসভার চান্দাইয়া গ্রামের মৃত নির্মল চন্দ্র ঘোষের ছেলে এবং ওই মার্কেটের একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের পেছনে বসবাসকারী ভাড়াটিয়া পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে স্বপন মিয়ার রোপণ করা কলাগাছের একটি ছড়ি শুক্রবার রাতে চুরি হয়। শনিবার সকালে স্বপনের স্ত্রী মাজেদা ওই কলার ছড়িটি হোটেল কর্মচারীদের থাকার ঘরে পেয়েছেন দাবি করে তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে মাজেদা তার স্বামী স্বপন ও ছেলে মাসুমকে ডেকে আনেন। এরপর তারা হোটেল কর্মচারীদের মারধর শুরু করেন। এ সময় কর্মচারীদের বাঁচাতে এগিয়ে গেলে হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষকেও বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিটন চন্দ্র ঘোষকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা স্বপন (৫০), তার স্ত্রী মাজেদা (৪৮) ও ছেলে মাসুম (৩০) কে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরান খান জানান, “দুপুরে লিটন চন্দ্র ঘোষকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত পাওয়া যায়। নিহতের কপালে কাটা দাগ ও নাকে রক্ত জমাট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, “কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।