মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৬টি কিন্ডারগার্টেন বিদ্যালয় অংশগ্রহণ করে এই পরীক্ষায়। পরীক্ষায় পঞ্চম শ্রেণির মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে মেধা তালিকায় স্থান করে নেয় ৫০ জন শিক্ষার্থী, যার মধ্যে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে।
এ বিদ্যালয় থেকে মোট ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধা তালিকায় ১১ জনের স্থান অর্জন শুধু সংখ্যাগত দিকেই নয়, মানসিক ও শিক্ষাগত দিক থেকেও বিদ্যালয়ের প্রতিভা ও প্রস্তুতির প্রতিফলন। আরও আনন্দের বিষয়, মেধা তালিকার ১ম, ২য় ও ৩য় স্থানও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলে।
এ বিষয়ে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মশিউর রহমান বলেন, “এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়—এটি আমাদের সকলের অর্জন। শিক্ষার্থীরা যে আন্তরিকতা, দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিয়েছে, শিক্ষকরা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে তাদের পথপ্রদর্শন করেছেন, এবং অভিভাবকরা যে উষ্ণ উৎসাহ ও সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থেকেছেন—সেই সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই গৌরবময় সাফল্য আমাদের অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, অবজারভেন্টের প্রতিটি সন্তান আরও অনেক উচ্চশিখরে পৌঁছাতে সক্ষম। আমাদের এই যাত্রা চলমান থাকবে, এবং আমরা একসাথে আরও অনন্য সাফল্য অর্জন করবো।”
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই সাফল্যকে নিয়ে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্কুল কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.