শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো: লিটন আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, এস,এস সাগর, শেখর ভক্ত প্রমুখ।