নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ সিফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন, আহত হয়েছেন। আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায়। নিহত সিফাত উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোঃ রাসেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা বাঁধের হাটের দিকে যাত্রা করছিল। পথে বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু সিফাতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে খবর দেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহতদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.