রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাতনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাজাপুর অক্সিজেন ব্যাংক ও তেরখাদা ব্লাড ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়ন করেন খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, শেখ আজিবুর রহমান, মিল্টন হোসেন মুন্সি, সিকদার এবাদুল হক, আবুল হোসেন বাবু, খান মোস্তাক হোসেন, রবিউল ইসলাম লাখু, এস কে নাসির, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, লিটন মোল্লা, রেজাউল ইসলাম, ওহিদুজ্জামান খান, রয়েল, নয়ন মোড়ল, হাসান, রাজু প্রশান্ত ও চন্দন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন যুবদল নেতা আমিনুল ইসলাম মিলু চৌধুরী ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা এবং ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর,সাব্বির হোসেন লিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য খাতনা কর্মসূচি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল চেতনা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালু থাকবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.