
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য, উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, খোকন বালা, অমৃত লাল হালদার, মাইকেল ওঝা, ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি মানিক লাল সাহা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বক্তব্য রাখেন।