Nabadhara
ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ৭মাসের অন্তঃসত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

MEHADI HASAN
অক্টোবর ৬, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর, প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৭মাসের অন্তঃসত্বা গৃহবধূ রুবি বেগমকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর আলম শেখের (৪৫) বিরুদ্ধে । নিহতের পরিবারের দাবি রুবিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়াঁর সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে । তবে নিহতের স্বামী নুর আলম শেখের পরিবারের দাবি ৭ মাসের আনুষ্ঠানিকতা (সাধ) করতে নিষেধ করায় রুবি বেগম রাগে ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়াঁর সাথে ঝুলে আত্মহত্যা করেছে । মঙ্গলবার ৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার কমলাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে । পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার কমলাপুর পূর্বপাড়া গ্রামের আবদুল হক শেখের পুত্র নুর আলম শেখের (৪৫) সাথে ১০ মাস পূর্বে পার্শ্ববতী ফরিদপুরের সালথা উপজেলার চর বল্লবদী গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে রুবি বেগমের (২২) বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল । এর মধ্যে রুবি বেগম ৭মাসের অন্তঃ সত্বা হয়ে পড়ে । ৭ মাসের আনুষ্ঠানিকতা (সাধ) করতে শশুর বাড়ি যেতে নিষেধ করা নিয়ে স্ত্রী ও স্বামীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় । গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়াঁর সাথে ঝুলে আত্মহত্যা করে । পরে স্বামীর বাড়ির লোকজন রুবিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

নিহত রুবি বেগমের পিতা আতিয়ার মোল্লা মুঠোফোনে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আমার মেয়ে রুবি বেগম ফোন করে আমাকে বলেছিল বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও । পরে রাত ১১টার দিকে ওর শশুর বাড়ি থেকে ফোন আসে আপনার মেয়ে খুব অসুস্থ্য হয়ে হাসপাতালে আছে । এ কথা শুনে আমি হাসপাতালে এসে দেখি আমার মেয়ে মারা গেছে । আমার মেয়েকে ওরা হত্যা করেছে । আমি এর বিচার চাই । স্বামী নুর আলম শেখ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ৭ মাসের আনুষ্ঠানিকতা (সাধ) করতে শশুর বাড়ি যেতে নিষেধ করায় আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।