আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। একই অভিযানে মূর্তিটি পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের নেতৃত্বে আভিযানিক দল পুকুরপাড়ে তল্লাশি চালিয়ে লতাপাতা দিয়ে ঢেকে রাখা বিশাল মূর্তিটি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে। র্যাব সূত্র জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত আটটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের জন্য লুকিয়ে রাখার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, “এ ধরনের কষ্টিপাথরের মূর্তির আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। বাংলাদেশে প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী এটি সংরক্ষণ, কেনাবেচা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ।” উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।
আলফাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.