নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সততা, আন্তরিকতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে গত ডিসেম্বর-২০২৫ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন পুলিশ সুপার। ভালো কাজের এই স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে আগামী দিনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মামলার তদন্ত নিষ্পত্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.