বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হক।
সোমবার (১৯ জানুয়ারি,২০২৬) দুপুরে উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আপীলে প্রার্থীতা ফিরে পাওয়া একেএম ফজলুল হক।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারিছ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পাশাপাশি নির্বাচন যাতে করে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান এই প্রার্থী।
তিনি আরো বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা স্বাগত জানাব কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

