ফেনী প্রতিনিধি
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁইয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজীর কৃতি সন্তান খালেদ মাহমুদ মাসুদ। মৃত ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হলেও আপিল শুনানিতে সেই ভোটারকে সরাসরি হাজির করায় নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এর আগে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক মাসুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। অভিযোগ ছিল, তার সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করা ভোটার আনোয়ারা বেগম মৃত। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন মাসুদ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদ মাহমুদ মাসুদ মৃত দাবি করা ভোটার আনোয়ারা বেগমকে সরাসরি হাজির করেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মাসুদের মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এ বিষয়ে খালেদ মাহমুদ মাসুদ বলেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫ শতাংশ ভোটারের সমর্থন অনুযায়ী তিনি আনোয়ারা বেগমের সমর্থন নিয়েছিলেন। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে মৃত দাবি করে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ আনেন। তিনি বলেন, “যাকে মৃত বলা হচ্ছে, তিনি স্বাক্ষর দিতে পারতেন না—তিনি আঙুলের ছাপ ব্যবহার করতেন। আজ জীবিত আনোয়ারা বেগমকে হাজির করে আমি সেটাই প্রমাণ করেছি।”
তিনি আরও বলেন, “যদি আমি এটি প্রমাণ করতে ব্যর্থ হতাম, তাহলে তা আমার রাজনৈতিক জীবনে একটি কালো দাগ হয়ে থাকত। আমি প্রমাণ করেছি যে আমি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।”
মাসুদ জানান, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন চ্যালেঞ্জ করা হলেও নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে রোববার সন্ধ্যায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এই বিষয়ে আইনি জটিলতা তৈরি হলে বা পরিস্থিতি পরিবর্তিত হলে বিকল্প প্রার্থী হিসেবে খালেদ মাহমুদ মাসুদের নাম সামনে আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে মাসুদ স্পষ্ট করে জানিয়েছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচনে থাকবেন না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.