রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
মামলার আবেদনে জানা যায়, খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। এতে কোকোসহ জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।
আরও উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সিএন্ডবি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থানকালে বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওগুলো দেখেন ও বক্তব্য শোনেন।
মামলার আইনজীবী বাবুল হাওলাদার জানান, রোববার আদালতে আরজি দাখিল করা হয়েছিল। সোমবার আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.