Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ — উপদেষ্টা রিজওয়ানা হাসান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু করা হবে না। তবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এটি মানুষের প্রত্যাশার একটি বড় প্রকল্প। যেন কোনো ভুল না থাকে, সেজন্য আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটি করতে চাই। জানুয়ারিতে না হলেও চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।”

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চীন দ্রুততম সময়ে এ প্রকল্পের কাজ শুরু করতে আগ্রহী এবং তারা আশা করছে চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়নে চীন সরকার ও বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই তারা আবার মাঠ পর্যায়ে এসেছেন।

তিনি বলেন, আগে বলা হয়েছিল ২৬ জানুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু হবে। তবে তাড়াহুড়ো না করে প্রকল্পটি ভালোভাবে বাস্তবায়নের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রকল্প। এখানে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং সেচ ব্যবস্থার বিষয়গুলো সমন্বয় করতে হবে। প্রকল্পটিকে ‘ফুলপ্রুফ’ করতে চীন সরকার বাড়তি সময় নিচ্ছে।

পানিসম্পদ উপদেষ্টা আরও জানান, এবারের প্রকল্পটি আগের যেকোনো সময়ের তুলনায় আলাদা। মাঠ পর্যায়ে গণশুনানি করা হয়েছে, জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এরপর প্রস্তাবটি চীনে পাঠানো হয়েছে এবং তারা তা যাচাই-বাছাই করছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও তারা সহযোগিতার হাত বাড়িয়েছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি দীর্ঘদিনের চলমান প্রক্রিয়া। প্রায় ৫৪ বছর ধরে আলোচনা চলছে। এটি একটি বড় রাজনৈতিক ইস্যু। আমরা মনে করি, নির্বাচিত সরকার এসে এ বিষয়টি চূড়ান্ত করা ভালো। নির্বাচিত সরকার যেন আর অপেক্ষা করতে না হয়, সে প্রস্তুতিটা আমরা গঙ্গা ও তিস্তা—উভয় ক্ষেত্রেই করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।