রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার নূরুল হক। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নূরুল হক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। গণভোটের বিষয়েও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সকলের সহযোগিতায় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.