শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনবানীর ৩৫ বছরে পদার্পণ ও ৩৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটির সভাপতি উৎপল মালাকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে দৈনিক জনবানী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। তারা ভবিষ্যতেও পত্রিকাটির এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে অতিথিরা দৈনিক জনবানীর বর্ষপূর্তির কেক কাটেন।

