মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার হরিহর নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কামারডাঙ্গা সার্বজনীন মহাশ্মান ও মন্দিরে তিন দিনব্যাপী কালীপূজা ও মহানাম সংকীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ দিনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রায় ১০ হাজার ভক্তবৃন্দ ও অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পূজা উৎসবের প্রথম দিন শনিবার সন্ধ্যায় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে সান্ধ্যাকালিন পূজা, ধর্মীয় আলোচনা, সংস্কৃতিক অনুষ্ঠান ও মহানাম কীর্তন। রোববার ও সোমবার বিভিন্ন দলের ধর্মীয় লীলা কীর্তন এবং অতিথি-ভক্তদের আপ্যায়নের মাধ্যমে মেলার অনুষ্ঠান সম্পন্ন হয়।
মন্দির চত্বরে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল, যেখানে সুসজ্জিত মঞ্চে ধারাবাহিকভাবে ধর্মীয় সংকীর্তন পরিবেশিত হয়। এছাড়াও হরিহর নদীর তীরে শতাধিক স্টলে বসানো হয় খাবার, শিশু খেলনা, নারীদের প্রসাধনী, কাঠের পণ্যসহ নানা সামগ্রী। শিশুদের জন্য ছিল নাগোরদোলা, ঘোড়াই চলা ও পেপসি খেলার ব্যবস্থা।
তিন দিনব্যাপী অনুষ্ঠানটি পরিদর্শন করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। কামারডাঙ্গা সার্বজনীন মহাশ্মান মন্দির কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মন্দিরটি শতাধিক বছরের পুরাতন এবং প্রতি বছর এখানে বৃহত্তম পরিসরে কালীপূজা ও কীর্তন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.