শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল ও দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কওমি মাদ্রাসার সহ ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
বাল্যবিবাহ প্রতিরোধ সভাটি সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এস এম এ শোয়েল।