আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আমরা আর কখনো স্বৈরাচারী শাসন দেখতে চাই না।
বিগত ১৭ বছর একটি দল ক্ষমতায় থেকে স্বৈরশাসনের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিলো। গুম,খুন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিলো। গণতন্ত্র বলে দেশে কিছুই ছিলো না। অত্যাচার, নিপীড়ন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। আর এসবের প্রতিবাদে রাস্তায় নেমেছিলো তরুণ -তরুণীরা। ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। আমরা একটা নতুন দেশ পেয়েছি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন এস মুরশিদ আরো বলেন, গণভোট হচ্ছে আগামী রাষ্ট্রের কাঠামো তৈরির একটি প্রক্রিয়া। বহুদিনের মৌলিক চাহিদাগুলো পূরণ করার একটি পদ্ধতি। দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকলে সেই সরকার স্বৈরাচারী হয়ে ওঠে। যেমনটি বিগত ১৭ বছর হয়েছিলো। তিনি বলেন, নারী বা অন্যকোন কোটা নয়, আমরা মেধায় এগিয়ে যেতে চাই। শিক্ষাঙ্গনে ইতোমধ্যে নারীরাই মেধায় এগিয়ে রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচনে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অত্যাবশ্যকীয়। একই সাথে সব রাজনৈতিক দল, এনজিও প্রতিনিধি,ইমামসহ সকলকে গণভোট প্রচারে এগিয়ে আসতে হবে। হ্যাঁ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার সুরক্ষায় কাজ করতে হবে। এদেশে যাতে আর কখনো ফ্যাসিস্টদের উত্থান না ঘটে সেটার জন্য হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবে ১৪০০ তাজা প্রাণ ঝরেছে। প্রায় ৩০ হাজার বাচ্চা পঙ্গুত্ব বরণ করেছে। এদের রক্ত যেনো বৃথা না যায়। একটি সুন্দর, সুখী, গণতান্ত্রিক ও স্বৈরশাসনমুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়তে গণভোটের বিকল্প নেই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হ্যাঁ ভোটের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে চলুক।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মোহিনী তাবাসসুম, সমন্বয়ক আরাফাত হোসাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিএনপি নেত্রী ফরিদা আক্তার বিউটি, জামায়াত নেত্রী জয়নব পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া, সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাবিদ হাসান, বিমান বাহিনীর লেফটেন্যান্ট রনক হাসান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.