মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গাওলা চাঁদের হাট এলাকা থেকে চার লিটার দেশীয় চোলাই মদসহ মিহিত বালা (২০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিহিত বালা উপজেলার চাঁদেরহাট গ্রামের শচীন বালার ছেলে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট এলাকা থেকে চার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মিহিত বালাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার সকালে আসামীকে আদালতেন মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মোল্লাহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।