হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ নূর শাহ (র.) মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক ওরশকে কেন্দ্র করে গান-বাজনা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনে স্থানীয়রা উল্লেখ করেন, মাজার শরীফকে কেন্দ্র করে প্রতিবছর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ চলাকালে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, নারীদের দিয়ে নৃত্য পরিবেশন, অশালীন কর্মকাণ্ডসহ নানা অনৈতিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এতে মাজার শরীফের পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে এবং এলাকার ধর্মীয় পরিবেশ ও সামাজিক শালীনতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়লে দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে, যা সার্বিকভাবে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ অবস্থায় আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাৎসরিক ওরশকে কেন্দ্র করে আয়োজিত গান-বাজনা ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে মাজার প্রাঙ্গণে যাবতীয় গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা ও সকল ধরনের অশালীন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করা জরুরি।
এ বিষয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে এলাকার ধর্মীয় পরিবেশ, সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, খোজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.