ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী-৬(হাতিয়া) আসনে ১০ দলীয় জোট থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)'র প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নাম।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বেলা ১১টার সময় উপজেলা শহর কলেজ রোডস্থ এনসিপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ঐক্যবদ্ধ ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে হান্নান মাসুদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এতে ১০ দলীয় জোটের শরীক দল খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো.ইউনুছ, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)'র হাতিয়া উপজেলা শাখার আহবায়ক সামছল তিব্রীজ ও এলডিপিসহ দলগুলোর মুখপাত্ররা উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধ জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য দেন।
জামায়াতের প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, ফ্যাসিবাদ হঠানোর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করেছি। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে হাতিয়ার আসন থেকে আমরা মনোনয়ন প্রত্যাহার করার জন্য আজ নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জমা দেব। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, এতোদিন ভোটের মাঠে মানুষের আস্থা অর্জনে কাজ করেছি এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। এখন বৃহত্তর স্বার্থে আসনটি ছেড়ে দিচ্ছি। এবং জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা একযোগে কাজ করব।
হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও আগ্রাষণের বিরুদ্ধে ১০দলীয় জোট গঠিত হয়েছে। যারা বাংলাদেশের মানুষকে অত্যাচার-নির্যাতন করেছে- তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যারা ফ্যাসিবাদের সাথে আঁতাত করেছে- তারাও খসে পড়বে ওদের মতো।
তিনি বলেন, আমাদের অনভিজ্ঞতার কারণে হয়তো আমরা বেশিদূর আগাতে পারিনি। তবে সকলের উদ্দেশ্য আমাদের একটাই কথা- মজলুমের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জালিমের বিরুদ্ধে কঠোর হতে হলে আমরা কঠোর হব।
তিনি আরো বলেন, যে যেদলই করুক এই প্লাটফর্মে আসতে পারেন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা ভোটচুরি প্রথার বিরুদ্ধে।
হাতিয়ায় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়, এবং যারা নিরিহ- তাদেরকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঐক্যবদ্ধ ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে সঞ্চালনায় ছিলেন, জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়ের পদপ্রার্থী- সাব্বির আহমেদ তাফসীর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.