একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বলেন, গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের মাধ্যমে দেশ সর্বগ্রাসী ফ্যাসিজম ও স্বৈরতান্ত্রিক শাসন থেকে মুক্তি পাবে।
এটি রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনবে এবং ক্ষমতা আঁকড়ে ধরার মানসিকতার অবসান ঘটাবে।এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং দায়িত্বরত পুলিশের বুকে ক্যামেরা অন করা থাকবে।
তিনি ইমামদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেন যেন মসজিদের মিম্বর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো না হয়।তিনি ১৯৪৭ সালের সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের গণভোটের উদাহরণ টেনে বর্তমান প্রেক্ষাপটে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.