তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে তালা উপজেলার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই পিঠা উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিলুপ্তপ্রায় পিঠা ও স্থানীয় খাবারের বৈচিত্র্যও তুলে ধরা হয়।
সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক মোশারফ হোসেন, মাওলানা মোঃ আব্দুল হালিম প্রমুখ।
উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজস্ব সৃজনশীলতাও প্রকাশ করার সুযোগ পেয়েছে।

