মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মনিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার২০(জানুয়ারি )বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুর সাত্তার, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বর, একে আজাদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও অবদানের ওপর গুরুত্বারোপ করা হয় এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

