জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান নিজে ও সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান শোভনালী ইউনিয়নের আশরাফুলের চায়ের দোকান থেকে গ্রেফতার করেন:
মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে প্রশান্ত সরকার,মৃত কমল কৃষ্ণ সরকারের ছেলে মানিক সরকার,ফজর আলী গাজীর ছেলে আবু হাসান,আঃ গফুর সরদারের ছেলে সেলিম রেজা,শোভনালী গ্রামের মৃত সোহেল উদ্দিন সরদারের ছেলে মুজিবর সরদার,মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে আকবর আলী।
গ্রেফতারের ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।
একই রাতে এএসআই আব্দুস সালাম বড়দল বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে সাকিবুল ইসলাম সজলকে ৯০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ও সারনির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও জুয়া বিরোধী কার্যক্রম জোরদার করা হবে।

