চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে ইছাহাক আলী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়বড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, আগামী ২২ জানুয়ারীর আগে কোন রাজনৈতিক দল প্রচার-প্রচারণা করতে পারবেন না। করলে নির্বাচনী আচারণ ভঙ্গের মধ্যে পড়বে। কিন্তু খবর আসে মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে নির্বাচন আচারন বিধি ভেঙ্গে বড়বড়িয়া বাজারে ফেস্টুন টানানো হচ্ছে।
যেটি “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘন। উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে ফেস্টুন টানানোর সঙ্গে জড়িত ইছাহাক আলী নামের একজন ব্যাক্তিকে ঘটনাস্থলে পেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এছাড়াও সকলকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ ও সহযোগীতা কামনা করা হয়েছে।

