দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পরিবারের সদস্য, জামায়াত ইসলাম, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এরপর বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে সোমবার রাত ১০টার দিকে গ্রামের বাড়ী ভেড়ামারা উপজেলার গোলাপনগরে মরহুম আবুল হাশেমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম কে মৃত ঘোষণা করেন।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

