স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার বোয়ালেরচর গ্রামে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধের সংঘর্ষে সাব্বির মোল্যা (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। নিহত বোয়ালেরচর গ্রামে তৌহিদুল মোল্যার ছেলে।
স্থানীয় ও পুরিম সূত্রে জানা যায়, গত সোমবার (১৯জানুয়ারী) বিকালে জমি নিয়ে সাব্বি মোল্যার সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাহিদসহ অন্যান্য স্বজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বির মোল্যা কে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে মঙ্গলবার(২০জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। সংঘর্ষে নিহতের বাবা তৌহিদুল মোল্যা গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম রাত সাতে ৭টার দিকে বলেন, ‘সাবিবর মোল্যার মৃত্যুর পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.