রাজবাড়ী প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যেখানে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। এই ভোটের মাধ্যমেই নিশ্চিত হবে—বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে।
তিনি বলেন, গণভোট হচ্ছে দেশ পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। জনগণকে ক্ষমতায়িত করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং রাষ্ট্রায়ত্ত ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব। গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে নাগরিক হিসেবে অধিকার চর্চার পথে যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর হবে।
উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যে চেতনা, স্বপ্ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল—এই গণভোটের মাধ্যমেই তার ভিত্তি স্থাপন করা সম্ভব। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে অংশ নিয়ে সংস্কার, পরিবর্তন এবং জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে ‘হ্যাঁ’ ভোট দিন।
তিনি পুনরায় উল্লেখ করেন, আগামী ১২ তারিখেই গণভোট অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার—সবাই নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের কারণে সমাজে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করতে হলে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। অনেক মানুষের জীবনে এটিই প্রথম গণভোট, যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে—তারা পরিবর্তিত বাংলাদেশ চায় কি না।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
উল্লেখ্য, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বিপুলসংখ্যক নারী, শিশু ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

