নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট
কচুয়া–বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কচুয়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা শেখ মুহাম্মদ এনামুল কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খান এবং থানা নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম।
প্রেসক্লাবের সদস্য সিকদার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, সংগঠনটির উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক এস এম হুমায়ূন, সাংবাদিক মো. শরিফুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ রাকিবুল ইসলাম হাসান, সাংবাদিক রাকিবুল ইসলামসহ কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ সাংবাদিক সোসাইটির অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় শেখ মনজুরুল হক রাহাত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক রাজনীতির বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.