দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তফা আলী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে বাবু হোসেনকে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মোস্তফা আলী ওই এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে সিঙ্গাড়া, পেঁয়াজি ও জিলাপি বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের ভাই মোমিন আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা আলীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী বজ্রপাতে মারা যান এবং দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে মারা যান। দুই স্ত্রীর মৃত্যুর পর জমি-জমার ভাগ-বণ্টন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবু হোসেনের (৩০) সঙ্গে মোস্তফা আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবু হোসেন তার বাবাকে হত্যার হুমকি দেয় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ধারণা, ঝগড়া-বিবাদের জেরে রাতের কোনো এক সময় বাবু হোসেন তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের ভাই মোমিন আলী একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাবু হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.