বাঁধন হোসেন,জামালপুর প্রতিনিধি
জামালপুরে এক শিশুকে হত্যার দায়ে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৬ সালের ১৭ জুলাই বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের নসকর শেখের ছেলে বিপ্লব (১২) কে একই উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের আছমদ্দির ছেলে রুবেল (তৎকালীন বয়স ১২, বর্তমানে ২২) একাধিকবার পেটে লাথি মেরে গুরুতর আহত করে।
পরে বিপ্লবকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরদিন ১৮ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ময়মনসিংহ নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত বিপ্লবের নানি পিয়ারা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রায়ে আসামি রুবেলের উপস্থিতিতেই তাকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মেহেদি হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.