জামালপুর প্রতিনিধি
জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর সদর-৫ আসনের নেতাকর্মীরা এ মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সফিকুল ইসলাম সজিব খানসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “আজ আমরা ধানের শীষ প্রতীক পেয়েছি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবো। দীর্ঘ সংগ্রামের পর যে বাংলাদেশ পেয়েছি, সেটিকে যদি জনগণের কল্যাণমুখী বাংলাদেশে রূপান্তর করতে চাই, তাহলে আগামী নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে বিগত দিনের সব মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে। আমরা যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তবে এটি বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি অবমাননার সমতুল্য হবে।”
এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.