নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পিকআপের চালক সালামকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার কীর্তিপুর বাজারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ বিশেষ অভিযান চালানো হয়।
জানা যায়, কুড়িগ্রাম থেকে পিকআপ যোগে মাদকের একটি বড় চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন পয়েন্টে ডিবি পুলিশ অবস্থান নেয়।
সন্দেহভাজন গাড়িটি আটক করে তল্লাশি চালালে লাকড়ির নিচে লুকিয়ে রাখা দুটি বস্তায় ৮টি পোটলা গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে তদন্ত চলছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়ের করে আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.